নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় পুলিশ-ছাত্রদল সংঘর্ষের মামলায় ইউপি চেয়ারম্যান মাহবুব আলম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ময়মনসিংহের সানকিপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাহবুব আলম খান কেন্দুয়া উপজেলার ১১ নম্বর চিরাং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের বিএনপির সভাপতি।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, কেন্দুয়ায় ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ২৪৭ জনের নাম উল্লেখসহ পাঁচ শতাধিক লোকের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করে পুলিশ। এ মামলায় ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।