নেত্রকোনায় কুপিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খরনৈ ইউনিয়নের বাউসাম গ্রামে পারিবারিক কলহের জের ধরে শাহজাহান মিয়াকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে তার ভাতিজারা। আজ শনিবার দুপুরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ভাতিজা হৃদয় মিয়া ও তার মা কুলসুমা খাতুনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার কলমাকান্দার বাউসাম গ্রামের কৃষক শাহজাহান মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তারই ভাই বউ কুলসুমা খাতুন ও ভাতিজাদের পারিবারিক কলহ চলছিল।

এরই জের ধরে শনিবার দুপুর ১টার দিকে তাদের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে তিন ভাতিজা মিলে চাচা শাহজাহানের ওপর চড়াও হয়। তারা তাকে দা দিয়ে কুপিয়ে আহত করে। স্বজনরা তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।