নেত্রকোনায় গৃহবধূর লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা পৌরসভার ধারিয়া গ্রাম থেকে সুরমা আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সুরমার লাশ উদ্ধার করা হয়। ‍তিনি ওই গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী। লাশ উদ্ধারের সময় সোহাগ ও তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী সোহাগের সঙ্গে সুরমার প্রায়ই ঝগড়া হত। আজ দুপুরে সোহাগের পরিবারের পক্ষ থেকে সুরমা বিষপানে আত্মহত্যা করেছে প্রচার করে সবাই পালিয়ে যায়। পরে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ সোহাগের বাড়ি থেকে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন সুরমাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এখন তারা আত্মহত্যা বলে অপপ্রচার করছে।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)আবু তাহের দেওয়ান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।