নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।
শুক্রবার সকালে সদর উপজেলার দুগিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের ওয়াহেদ আলী (৫৫) ও মুসলেম উদ্দিন (৪০)।
গুরুতর আহত আমিন (৩০), হবি মিয়া (৩৮), পল্টন মিয়া (৩০) ও অটোরিকশাচালক উজ্জল মিয়াকে (৩৫) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি জেলার আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আটপাড়া থেকে নেত্রকোনাগামী একটি অটোরিকশা সদর উপজেলার দুগিয়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওয়াহেদ আলী নিহত ও পাঁচজন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে মুসলেম উদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।