নেত্রকোনায় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা উপজেলা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার বরুহাটী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, উপজেলার বরুহাটী গ্রামে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ওই যুবককে অন্যত্র হত্যা করে লাশ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।