নেপালে যাত্রীবাহী বাস নদীতে

নেপালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

 

শুক্রবার ভোরে রাজধানী কাঠমান্ডু থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে চিতন জেলার ত্রিশুলি নদীতে এ দুর্ঘটনা ঘটে।

 

চিতন জেলা পুলিশের প্রধান কর্মকর্তা বষন্ত বাহাদুর কুমার জানান, যাত্রীবাহী বাসটি বাউতাহাত জেলা থেকে পোখারার দিকে যাচ্ছিল। ভোর ৪ টা ৪৫ মিনিটের দিকে কালিখোলার কাছে চান্দিভাঞ্জিয়াংয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সড়ক থেকে গড়িয়ে এটি ১০০ মিটার নিচে ত্রিশুলি নদীতে পড়ে যায়। বাসটিতে চালক ও তার সহকারীসহ মোট ৩৯ জন আরোহী ছিল। দুর্ঘটনার পরপর গ্রামবাসী ও পুলিশ ছুটে এসে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়। দুর্ঘটনাস্থল থেকে ১৭ জনকে জীবিত উদ্ধার করা গেছে। বাসের চালক ও তার সহকারী নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে পুলিশ।

 

প্রসঙ্গত, নেপালের পার্বত্য অঞ্চলে যানবাহন ও সড়কগুলো নিয়মিত মেরামত না করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগে চলতি মাসের শুরুতে দেশটির পূর্বাঞ্চলে একটি বাস পাহাড় থেকে খাঁদে পড়ে গিয়ে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছিল।