নেশার জগতে ভাসছে টঙ্গীর এরশাদ নগর বস্তি

রবিউল ইসলাম ও আবু ছালেহ মুছা (বাবু), টঙ্গী : রাজধানীর অতি সন্নিকটে গাজীপুর জেলার টঙ্গী মডেল থানাধীন টঙ্গীর ক্রাইম জোন হিসেবে সকলের কাছে পরিচিত একটি নাম তার নাম এরশাদ নগর (বস্তহারা) বস্তি। এই বিশাল বস্তিতে বর্তমানে সন্ত্রাসী, চাদাঁবাজ, মাদক ব্যবসায়ী, খূনি, ছিনতাইকারী, ডাকাত, পকেটমার, ছিচকে চোর, অপহরনকারী, দাগী সন্ত্রাসী আর মাদক সেবীদের নিরাপদ গোপন অভ্যয়াশ্রম পরিণত হয়েছে। বিশাল বস্তিতে হাত বাড়াইলেই সহজে পাওয়া যায় মরন নেশা মাদক। যেখানে প্রায় ২ লক্ষ লোকের বসবাস সেখানে প্রতিদিন কয়েক লক্ষ টাকার মাদক বেচাকেনা হয়ে থাকে। সে কারণে মাদকে সয়লাভ হয়ে গেছে টঙ্গীর এরশাদ নগর (বস্তহারা) বস্তি। ঢাকা ও তার আশ-পাশ এলাকা গুলো থেকে কিলার গ্রুপের সদস্য, দাগীঁ সন্ত্রাসী, অস্ত্র ও মাদক ব্যবসায়ীরা এই বস্তিতে রাত্রি যাপন করে থাকে । অবৈধ মাদক ব্যবসার পিছনে বর্তমান ক্ষমতাসিন দলের স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। খবর সংশ্লিষ্ট একাধিক সুত্রের। সরজমিনে গিয়ে ও খোঁজ নিয়ে জানা যায়, অপরাধীরা এরশাদ নগর বস্তিকে নিরাপদ ঘাটি হিসেবে বেছে নিয়েছে। পুলিশ ও র‌্যাবের অভিযান থেকে বাচঁতে তারা মাদক সেবন করে নেশায় ডুবে গিয়ে ছোট ছোট বস্তির ঝুপড়ি ঘরে রাত কাটায়। গড়ে উঠেছে শত শত ঘর-বাড়ী। আর ছোট ছোট বস্তি (ঝুপড়ি) ঘরের তো অভাব নেই। এক দিকে বেরিবাধ অন্য দিকে বস্তি ঘরের অভাব নেই। বিশাল বস্তিতে শত শত অলি-গলি ও সরু রাস্তা তৈরী করা হয়েছে। রয়েছে উচুঁ-নিচু ঘর বাড়ি। বস্তিতে ঢুকলেই মনে হয় এটি অন্য একটি জগৎ। অনেক সময় শরীর শিহরে ওঠে। হৃদপিন্ড কেপেঁ ওঠে। কখন যে কি হয়ে যায় এই ভয়ে বুকটা ধরপর-ধরপর করে। আশে-পাশের লোকজন মাদক পল্লী হিসাবে এটাকে চিহিৃত করেছে। টঙ্গীর নামী-দামী বস্তির মধ্যে এটি সবচেয়ে বড় এবং লোকসংখ্যা হারও বেশী। যে দিকে তাকাই সেদিকে কেবল ঘর-বাড়ি। ঘনবসতিপুর্ন এই বস্তিতে মানুষের চলাচল তাই অনেকটা বেশী। টঙ্গীর এরশাদ নগর বস্তি এখন মাদকের সয় লাভ হয়ে গেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সরাসরি মাদক ব্যবসায়ীদের শেল্টার দিয়ে থাকে। কিছূ ক্ষমতাধর ব্যক্তি মাদক ব্যবসায়ীদের সাথে গোপনে আতাত করে দীর্ঘ দিন ধরে এ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সরকার আসে সরকার যায় কিন্তু এরশাদ নগর বিশাল মাদক বস্তির মাদক ব্যবসায়ীদের উৎখাত কিংবা মাদক বেচা-কেনা বন্ধ আজও হয়নি। মাদক ব্যবসায়ীরা যে সরকার ক্ষমতায় আসে কেবল মাত্র সাইন বোর্ড পাল্টিয়ে জীবন বাচাতেঁ সেই দলে যোগদান করে সে পুরানো পেশায় ফিরে গিয়ে মাদক বিক্রি করে যাচ্ছেন।


একটি নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, দেশ স্বাধীনতার পর এই বিশাল বস্তিটি গড়ে ওঠে। পরবর্তীতে জাতীয় পার্টির শাসনামলে এরশাদ নগর (বাস্তহার) নামে অত্র বস্তিটি নামকরন করা হয়। সেই থেকে এই বস্তিটির নাম এরশাদ নগর বস্তি হিসেবে সকলের কাছে পরিচিত। কি নেই এই বস্তিতে? হাত বাড়ালেই পাওয়া যায় মাদক, চোরাইও ছিনতাইকৃত মালামাল। টঙ্গীর এই বস্তিতে প্রতিদিন প্রায় ৪/৫ লক্ষ টাকার মাদক ও চোরাই মালামাল বেচাঁ-কেনা হয়। ফেন্সিডিল, গাজাঁ, বাংলামদ, হেরোইনেরও আসর বসে বস্তি ঘরে। নেশাখোরেরা দিন-রাত মাদক সেবনে বেশী ব্যস্ত থাকে। বস্তির ঘরে কে গেলো আর কে আসলো এটি তাদের দেখার বিষয় নয়। টাকা দিয়ে মাদক কিনে খাই, আমরা কাউকে কেয়ার করি না। পুলিশ তো আমাদেরই মামু। তাদেরকে নিয়মিত হারে মাসোহারা দেই। সুত্রে জানা যায়, এরশাদ নগরে পুলিশ ও ডিবি পুলিশের নামধারী সোর্সদের উৎপাত বেশী। টাকা না দিলে তারা ঝামেলা করে। সন্ত্রাসের জনপদ এই বস্তিতে কমপক্ষে শতাধিক স্পর্টে মদ, গাজাঁ, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, নেশার ইনজেকশন অনেক তরুণ-তরুনিকে নিতে দেখা গেছে। টঙ্গীর এই মাদক বস্তিতে বহু স্কুল কলেজও বিশ্ব বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা এসে দলে দলে মাদক সেবন করে। এদের চলাফেরা কথাবার্তা আর পোশাক দেখলেই বোঝা যায় যে, এরা মাদক সেবী। নেশার জগতে ভাসছে এরশাদ নগর বস্তি। বস্তিতে রাত যত বাড়তে থাকে নেশাখোরদের উপস্থিতি ও বাড়তে থাকে। রাত ভর চলে জুয়াঁ, মদ আর নারীর আসর। বস্তিতে ভাসমান পতিতার সংখ্যা প্রায় শতাধিক। তারা নেশাগ্রস্ত হয়ে খদ্দরের অপেক্ষায় থাকে। একশ্রেণীর মাদক সেবী ও রিক্সা চালক এদের খদ্দর।


পুলিশ ও গোয়েন্দা সুত্রে জানা যায়, ওই বস্তিতে যারা মাদক ব্যবসা করে এদের সংখ্যা প্রায় প্রায় ২ শতাধিক। আর এদের সহযোগী রয়েছে প্রায় শতাধিক। একটি সুত্রে জানায়, এরশাদ নগর বিশাল বস্তিতে অনেক দাগী সন্ত্রাসী রাত দিন আসা যাওয়া করে। এদের মধ্যে অনেকের নামে অসংখ্য মামলা ও রয়েছে। এছাড়া রাতে বেলায় পেশাদার কিলার গ্রুপের সদস্যরা মদ, গাজা, ফেন্সিডিল খেয়ে দল বেধে রাস্তায় গিয়ে চাপাতি, ছোরা ও অস্ত্র নিয়ে গণহারে ছিনতাই করে বেড়ায়। পাশাপাশি এলাকার চাদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার, ডিশ ব্যবসা, জুয়া ও ঝুট ব্যবসা নিয়ে সন্ত্রাসী বিভিন্ন গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও নিহতের মত অনেক ঘটনা ঘটেছে। র‌্যাব ও পুলিশ এরশাদ নগর এলাকা থেকে অস্ত্র, গুলি, ছোরা, চাপাতিসহ বহু সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাদাবাজকে ধরে জেল হাজতে পাঠিয়েছে। এদের মধ্যে অনেক সন্ত্রাসী জেল থেকে জামিনে বের হয়ে সেই পুর্বের পেশায় ফিরে এসে আরো বেশী বেপরোয়া হয়ে উঠেছে।
টঙ্গী মডেল থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, টঙ্গীর সবচেয়ে বড় বস্তি হচ্ছে এরশাদ নগর বস্তি। উক্ত বস্তিতে প্রায় লক্ষাধিকেরও বেশী লোকের বসবাস রয়েছে। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান মদ, গাজা, ফেন্সিডিল সহ অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে। ফিরোজ তালুকদার আরো জানান, এরশাদ নগর বস্তি থেকে পুলিশ চাপাতি, ছোরা, অস্ত্রসহ বহু সন্ত্রাসী কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ দিনরাত কাজ করে যাচেছ। তবে মাদক ব্যবসা এখন নিয়ন্ত্রনে। যারা মাদক স¤্রাট তাদের এক এক জনের বিরুধ্যে ১০ থেকে ১৫টি মামলা রয়েছে। তারা এখন টঙ্গী ছেড়ে পালিয়েছে। আর যারা উর্তি বয়সে মাদক ব্যবসার সাথে জরিত আছে। তাদের বিরুধ্যে ইতি মধ্যেই আমরা ব্যবস্থা গ্রহন করেছি।
একটি সুত্রে জানা যায়, বর্তমান ক্ষমতাসিন দলের স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে স্থানীয় পুলিশের সোর্সরা থানা পুলিশের নাম ব্যবহার করে প্রতিটি মাদক স্পট থেকে টাকা উঠিয়ে নিজেরাই আত্মসাৎ করছে বলে ও অভিযোগ উঠেছে। রাতের বেলায় সোর্সরা সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদেরকে সহযোগীতা করে বলে জানা গেছে। এ ব্যাপারে স্থানীয় এলাকার সাধারণ জনগন কোন উপায় না পেয়ে সরকার ও আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।