নোকিয়া আছে নোকিয়াতেই

নোকিয়া আছে নোকিয়াতেই। নতুন স্মার্টফোন ‘নোকিয়া সিক্স’ লঞ্চ করে এমনটাই বোঝানোর চেষ্টা করল এইচএমডি গ্লোবাল সংস্থা। মোবাইল প্রস্তুত এবং বিক্রি করার সত্ত্ব রয়েছে ফিনল্যান্ডের এই সংস্থাটির। টেক বিশেষজ্ঞদের একাংশের মত, দুর্দান্ত দেখতে এবং নোকিয়া ব্র্যান্ড দিয়েই স্মার্টফোনের বাজার দখল করার যথেষ্ট চাপ রয়েছে এইচএমডি গ্লোবাল সংস্থার। চিনা বাজারে প্রথম এল ‘নোকিয়া সিক্স’। খুব শীঘ্রই বিভিন্ন দেশে এই মডেল আনা হবে বলে জানিয়েছেন নোকিয়া কর্তৃপক্ষ। কিন্তু, মোবাইলটির দাম জানতে উত্সুক মোবাইলপ্রেমীরা। টেক বিশেষজ্ঞদের দাবি, এই মডেলের দাম শুনে অনেকেরই পকেটে টান পড়তে পারে। ভারতীয় মুদ্রায় নোকিয়া সিক্সের দাম ১৭ হাজার টাকার কাছাকাছি। যদিও ভারতের বাজারে নোকিয়া সিক্স লঞ্চ করলে এই দাম নাও থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক নজরে দেখে নেওয়া যাক কী কী ফিচার রয়েছে নোকিয়া সিক্সের।