নোট-কাণ্ডের চক্করে এখন সকলেই ব্যাঙ্কমুখী

নোট-কাণ্ডের চক্করে এখন সকলেই ব্যাঙ্কমুখী। অনেকে আবার নাকি এই ক’দিনেই একাধিকবার এটিএম ঘুরে ফেলেছেন। কিন্তু জানেন কি, ওই এটিএম মেশিন থেকেই হতে পারে কোনও প্রাণঘাতী রোগ। তাই সাবধান! এটিএমে যাওয়ার আগে একবার দেখে নিন এই গ্যালারিটা: