নোয়াখালীতে পিস্তল, গুলি ও হাতবোমাসহ তিনজনকে আটক

আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলা থেকে পিস্তল, গুলি ও হাতবোমাসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার দাদপুর এলাকার জহির মেম্বারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, ২৬ রাউন্ড গুলি, তিনটি ককটেল ও ২৫টি চকলেট বোমা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার দাদপুর ইউনিয়নের বারাহীপুর গ্রামের শাহ আলমের ছেলে মাইন উদ্দিন লাতু (২৫), একই ইউনিয়নের পূর্ব বারাহীপুর গ্রামের মনির হোসেনের ছেলে মো. বাবর (২৮) ও একই ইউনিয়নের দাদপুর গ্রামের হানিফের ছেলে রুবেল (২২)।

জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দাদপুর এলাকা থেকে অস্ত্র, গুলি ও বোমাসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।