নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত মো. আপের উদ্দিন (৪১) নামের এক যুবক মারা গেছেন।
শনিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আপের উদ্দিন চনকিং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তিনি ভুসিমালের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর দুপুর দেড়টার সময় উপজেলা সদর ওছখালী থেকে একটি ভাড়ায়চালিত মোটরসাইকেলের পিছনে বসে বাড়ি ফিরছিল আপের উদ্দিন।
এ সময় অতর্কিতভাবে স্থানীয় চরকিং ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিনের সমর্থিত কয়েকজন যুবক আপের উদ্দিনের ওপর হামলা চালায়। পূর্বশক্রতার জের ধরে ওই হামলা চালানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক এর সত্যতা নিশ্চিত করেন।