নোয়াখালীতে সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত

নোয়াখালী প্রতিনিধি : সোমবার দুপুরে চৌমুহনী-মাইজদী সড়কের বিটিভি উপকেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে। নোয়াখালীর জেলা শহরের মাইজদী-চৌমুহনী সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাহাব উদ্দিন (৫১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুমিল্লা থেকে উপকূল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। বাসটি দুপুরে চৌমুহনী-মাইজদী সড়কের টিভি স্টেশন এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা বাসকে অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে বাসের নিচে ঢুকে যায়। এতে সিএনজিতে থাকা সাহাব উদ্দিনসহ চারজন আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে উপকূল বাস ও সিএনজি গাড়িটি আটক করা হয়েছে।