নোয়াখালীতে ৮১৩ জন হোম কোয়ারেন্টিনে

জেলা প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ১১৫ জনসহ মোট ৮১৩ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট ১১৫ জন হোম কোয়ারেন্টিনে এসেছেন। এর মধ্যে, সদর উপজেলার নয়জন, সুবর্ণচর উপজেলায় তিনজন, হাতিয়া উপজেলায় একজন, বেগমগজ্ঞ উপজেলায় ৬০ জন, সোনাইমুড়ি উপজেলায় ছয়জন, চাটখিল উপজেলায় ১৩ জন, সেনবাগ উপজেলায় ১৫ জন ও কবিরহাট উপজেলায় আটজনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় মোট ৮৫ জন হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট ১৬৯ জন হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান, জেলায় এখনো পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। সরকার ঘোষিত সাধারণ ছুটিতে সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ জানান তিনি।