নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বাংলাদেশ নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে দুটি সাবমেরিন ‘জয়যাত্রা ও নবযাত্রা’।
রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পতেঙ্গাস্থ নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে সাবমেরিন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর আগে সাবমেরিন দুটির কমিশনিং করতে দুপুরে প্রধানমন্ত্রী পতেঙ্গাস্থ নৌবাহিনীর ঘাঁটিতে পৌঁছান।
বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী পতেঙ্গায় বোট ক্লাবে চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে বিকেলেই প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবেন।