নৌ-পথে নিরাপদ যাতায়াতের স্বার্থে নয় দফা সুপারিশ করেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নৌ-পথে নিরাপদ যাতায়াতের স্বার্থে নয় দফা সুপারিশ করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

শনিবার কমিটির প্রধান উপদেষ্টা মনজুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক আশীষ কুমার দে স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব সুপারিশ তুলে ধরা হয়েছে।

ইতিমধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়, মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, নৌ-পরিবহন অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং বেসরকারি লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা ও বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির কাছে এসব সুপারিশ পাঠানো হয়েছে।

ঈদে নৌ-নিরাপত্তায় নয় দফা সুপারিশ হলো- জননিরাপত্তার স্বার্থে বিভিন্ন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক ভ্রাম্যমাণ আদালত গঠন, চলমান দুর্যোগ মৌসুমকে বিবেচনায় নিয়ে ২১ আগস্ট থেকে গুরুত্বপূর্ণ নৌ-পথসমূহে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের পাশাপাশি উপকূলীয় জেলাগুলোর পুলিশ প্রশাসনকে নৌ-নিরাপত্তার কাজে সম্পৃক্তকরণ, ফিটনেস ও নিবন্ধনহীন লঞ্চসহ সব ধরনের অবৈধ নৌ-যান চলাচল বন্ধে নৌ-পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর অভিযান জোরদার করা, ঈদের ১০ দিন আগে সকল টার্মিনাল ও গুরুত্বপূর্ণ লঞ্চঘাটে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনসহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, সকল টার্মিনাল ও লঞ্চঘাটে টেলিভিশন, বেতার ও লাউড স্পিকারে নিয়মিত আবহাওয়া বার্তা প্রচারসহ সব নৌ-যানকে আবহাওয়া বার্তা মেনে চলতে বাধ্য করা, ঈদে ত্রুটিপূর্ণ লঞ্চ চলাচল বন্ধে ঈদ-পূর্ববর্তী ১০ দিন যাত্রীবাহী নৌ-যানের সার্ভে কার্যক্রম স্থগিত রাখা, সব টার্মিনালের শৌচাগারগুলো সার্বক্ষণিক পরিচ্ছন্ন রাখা, সেখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা করা এবং ঢাকা নদীবন্দরসহ দেশের বড় বড় লঞ্চ টার্মিনাল সংলগ্ন সড়কগুলো যানজটমুক্ত রাখা।

ঈদুল আজহার আগে নৌ-নিরাপত্তায় সরকারি পদক্ষেপসমূহ সার্বিক বিবেচনায় এখনো সন্তোষজনক নয়, উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

কমিটির অভিযোগ, নৌ-নিরাপত্তায় সরকারি পদক্ষেপসমূহ কোনোভাবেই সন্তোষজনক নয়। উত্তর ও মধ্যাঞ্চলে প্রলয়ঙ্করি বন্যা এবং ঢাকাসহ বিভিন্ন স্থানে কয়েক দিন পরপর প্রবল বর্ষণের কারণে দেশের প্রায় ৫০ শতাংশ সড়ক-মহাসড়ক খানা-খন্দে ভরে যাওয়ায় সড়ক পথে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই ঝুঁকি এড়াতে আসন্ন ঈদে নৌ-পথের ওপর সর্বাধিক চাপ হবে। এ কারণে দুর্ঘটনা রোধসহ নৌ-পথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।