ন্থপথে স্কয়ার হাসপাতালের পাশে হোটেল ঘিরে অভিযান, নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের পাশে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে এক জঙ্গি নিহত হয়েছে।

মঙ্গলবার ভোর থেকে চলা ওই জঙ্গিবিরোধী অভিযানের নাম দেওয়া হয় ‘আগস্ট বাইট’। বেলা সাড়ে ১১টার দিকে অভিযান শেষ ঘোষণা করা হয়।

অভিযানে নিহত জঙ্গির নাম সাইফুল ইসলাম। তার গ্রামের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়ায়। তার বাবা একটি মসজিদের ইমাম। তিনি খুলনা বিএল কলেজের শিক্ষার্থী ছিলেন। এক সময় তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

মঙ্গলবার দুপুরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, ‘কাউন্টার টেররিজম ইউনিটের কাছে আগে থেকেই তথ্য ছিল যে জাতীয় শোক দিবসে জঙ্গিরা ৩২ নম্বরমুখী মিছিলে আত্মঘাতী বোমা হামলা চালাতে পারে। গতকাল থেকে গোয়ন্দারা এই এলাকায় নজরদারি বাড়ায়। রাতে নিশ্চিত হওয়া যায় যে, হোটেল ওলিওতে জঙ্গিরা অবস্থান নিয়েছে। এর পর হোটেল ঘেরাও করা হয়।’

তিনি বলেন, ‘আমরা তাকে (জঙ্গি সাইফুল) আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তাতে সে সাড়া দেয়নি। পরে সকালে হোটেলের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় সে গুলি ছোড়ে ও বোমা বিস্ফোরণ ঘটায়। তার ছোড়া গুলিতে এক পথচারী আহত হয়। পুলিশ জবাবে পাল্টা গুলি ছোড়ে।’

আইজিপি জানান, ভেতরে দুটি সুইসাইড ভেস্ট, ব্যাকপ্যাক পাওয়া গেছে। নিহত সাইফুল ইসলাম পুলিশের তালিকাভুক্ত নব্য জেএমবির সদস্য ছিল।

শহীদুল হক বলেন, ‘আমাদের গোয়েন্দারা তৎপর হওয়ায় এমন বিপদ সামলাতে পেরেছি। তা না হলে জঙ্গি যে শক্তিশালী বোমা বিস্ফারণ করেছিল তা কোনো মিছিলে ঘটলে ভয়াবহ হতো। জঙ্গির বোমায় হোটেলের এক পাশের দেয়াল ও গ্রিল উড়ে গেছে।’

১৭ আগস্ট সিরিজ বোমা হামলা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘সারা দেশে গোয়ন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ১৭ আগস্টের মতো ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর।’