নয়াকান্দি গ্রামে এক যুবককে গলা কেটে হত্যা

ফরিদপুর

ফরিদপুর প্রতিনিধি : জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম কালাম ব্যাপারী (৩৫)। সে নয়াকান্দি গ্রামের আয়নাল ব্যাপারীর ছেলে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ জানান, গত রাত ৯টার দিকে ওই যুবক বাড়ি থেকে বাইরে গিয়ে আর ফেরেনি। কে বা কারা ওই যুবককে হত্যা করে একটি পাটখেতে ফেলে যায়। খবর পেয়ে ওই গ্রামের একটি পাটখেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্যে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।