নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের জৈন্তাপুর উপজেলার মোহাইল গ্রামে বিষাক্ত পটকা খেয়ে অসুস্থ ১২ জনের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় পাঁচজনের মৃত্যুর পর মঙ্গলবার সিলেট সিভিল সার্জন অফিস থেকে সতর্কতা জারি করা হয়েছে।
সিলেট এমএজি ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুস সবুর মিঞা জানান, পটকা মাছ খেয়ে অসুস্থদের জন্য তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। পটকার বিষাক্ততার কোনো প্রতিষেধক নেই। তবে বিভিন্ন সাপ্লিমেন্টারি দিয়ে অসুস্থদের বাঁচানোর চেষ্টা চলছে।
মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ড. এনায়েত হোসেনকে মেডিক্যাল বোর্ডের প্রধান করা হয়েছে।
এদিকে মঙ্গলবার পটকা মাছ খেয়ে মোহাইল গ্রামের পাঁচজনের মৃত্যুর পর সিলেট সিভিল সার্জন অফিস থেকে পটকা মাছ না খাওয়ার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে।
সিভিল সার্জন মো. হাবিবুর রহমান বলেন, জৈন্তাপুর উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সসহ সিলেটের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। প্রকৃতপক্ষে পটকা কোনো মাছই নয়, এটি একটি বিষাক্ত জলজ প্রাণি। এতে টেট্রাটডক্সিন নামে একধরনের বিষ থাকে। তাই পটকা খাওয়া যাবে না।
প্রসঙ্গত, মঙ্গলবার সিলেটের জৈন্তাপুর উপজেজলার মোহাইল গ্রামে বিষাক্ত পটকা খেয়ে অসুস্থ হয়ে পড়েন দুই পরিবারের ১৭ সদস্য। তাদের মধ্যে আবদুর রহিম (৬০), তার ছেলে সুলেমান হোসেন (২৫) ও লোকমান হোসেন (২২) এবং প্রতিবেশী আনিসুল হকের ছেলে রাহিন (৮) ও মনি বেগমকে (১০) হাসপাতালে আনার পর মারা যান।
সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে পটকা মাছ দিয়ে ভাত খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছিলেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন।
এদিকে অসুস্থ অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন উমর আলী (৪০), তার স্ত্রী মুর্শিদা বেগম (৩৫), ছেলে কাওসার (১৭), মেয়ে সারিকা (১৮), তাদের প্রতিবেশী বোরহান উদ্দিন (৬০), জয়নাল আবেদীন (৪০), রাজিয়া বেগমসহ (৪০) ১২ জন।