পটুয়াখালীতে এক নারীকে হত্যার দায়ে জালাল খন্দকার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার তাতেরতাঠি গ্রামে তহমিনা নামে এক নারীকে হত্যার দায়ে জালাল খন্দকার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোস্তাফা পাভেল রায়হান এ রায় প্রদান করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, তহমিনার স্বামী শাহজাহান কাজী মারা যাওয়ার পর তার সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয়। ২০১২ সালের ২১ মে প্রতিপক্ষ জালাল খন্দকার তহমিনাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। ওই দিন রাজু মাস্টারের বাড়ির দক্ষিণ পাশের পুকুরে তার হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়।

পরে তহমিনার ভগ্নিপতি মোস্তাফা চৌকিদার বাদী হয়ে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর জালাল খন্দকারকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের কাছে তহমিনা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন জালাল খন্দকার।