
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর সদর উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ করেছেন শিশুটির বাবা। এ অভিযোগে স্থানীয় যুবক নাছির খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ধর্ষণের শিকার শিশুটি পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুর মা জানান, তার মেয়ে স্থানীয় মাদ্রাসার প্রথম শ্রেণীতে পড়ে। সোমবার মাদ্রাসার ক্লাস শেষে বাড়ি ফিরছিল সে। পথে স্থানীয় শাহজাহান খানের ছেলে নাছির খান (১৭) তাকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বসতঘরে নিয়ে যায়। পরে তাকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে। তার মেয়ে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে কান্নাকাটি করে এবং তার কাছে ঘটনার বিবরণ দেয়। রাতে মেয়েটির বাবা বাড়ি ফিরলে আহত অবস্থায় তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় নাছিরকে আসামি করে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করেছেন শিশুটির বাবা।
মামলা দায়েরের পর পুলিশ অভিযানে গেলে নাছির ও তার পরিবার গা ঢাকা দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য শাহজাহান মৃধা বলেন, ‘নাছির এর আগেও একই মাদ্রাসার শিশু শিক্ষার্থীর সঙ্গে অপকর্ম করেছে।’