
পটুয়াখালী প্রতিনিধি : আগামীকাল পটুয়াখালীতে বিএনপির বিবদমান দুইটি গ্রুপের নেতা-কর্মীরা একই স্থানে সমাবেশ আহ্বান করায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের এক বার্তায় ওই স্থানে ১৪৪ ধারা জারির ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, ২২ এপ্রিল সকালে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীর নিজ বাসভবনের সামনে বটতলায় ছাত্র সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেন।
এদিকে একই দিনে যুব সমাবেশের অনুমতি চেয়ে জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেন পটুয়াখালী যুবদলের আহ্বায়ক রুহুল আমিন রেজা।
জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক সিদ্দিকী জানান, পটুয়াখালীতে বিএনপির বিবদমান দুইটি গ্রুপই একই দিনে সভা-সমাবেশ আহ্বান ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।