পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

পটুয়াখালী প্রতিনিধি : সারাদেশে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হলেও পটুয়াখালী মিনি বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে  জেলায় এখনও চলছে বাস ধর্মঘট।

বুধবার বিকেলে পটুয়াখালী বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের মধ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ দ্বন্দ্বের ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেছেন।এদিকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

পটুয়াখালী জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রনি মৃধা জানান, সারাদেশের ন্যায় গতকাল বুধবার ধর্মঘট প্রত্যাহারের জন্য সন্ধ্যায় স্থানীয় শ্রমিক সংগঠনের লোকজন নিয়ে আমরা একটি সভার আয়োজন করি। সভা চলার সময় পটুয়াখালী জেলা মিনি বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা কোনো কিছু না বুঝে-শুনে আমার দিকে তার ব্যবহৃত পিস্তল তাক করে আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গাল-মন্দ করেন।

এ সময় শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার প্রতিবাদ করলে রিয়াজ উদ্দিন মৃধা তাকেও পিস্তলের হাতল দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।তিনি বর্তমানে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রনি মৃধা আরো বলেন, পটুয়াখালী বাস মালিক সমিতি অবৈধভাবে তাদের ব্যবসা চালিয়ে আসছে। আন্দোলনের নামে তারা একাধিকবার সরকারকে বিব্রত করে তাদের ফায়দা লুটে আসছে। আর তার দায়ভার বহন করছে শ্রমিক সংগঠন। দীর্ঘ দিন থেকে শ্রমিকদের ন্যায্য মজুরি না দিয়ে তারা তাদের ব্যবসা চালিয়ে আসছে। আমরা এতো দিন মুখ খুলিনি। একটি বাস থেকে তিন জন শ্রমিককে দেওয়া হচ্ছে মাত্র ২২০ টাকা। দেশের এমন কোনো জেলায় এমন নিয়ম আছে কি না আমার জানা নেই। আর আন্দোলন করতে হলে তখন শ্রমিকদের ডাক দেয়। আজ এর প্রতিকার চাই। এক শ্রমিক নেতাকে প্রকাশ্যে হত্যার অপচেষ্টা করা হয়েছে। আমরা তথা শ্রমিক সংগঠন এর উপযুক্ত বিচার চাই। বিচার না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কোনো কাজে অংশ নেবে না।

পটুয়াখালী জেলা মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা দুলু মৃধা জানান, বুধবার সারাদেশের ন্যায় পটুয়াখালী বাস মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়নের লোকজন ও শ্রমিক নেতা স্বপন খন্দকার ধর্মঘট প্রত্যাহার করে নেয়নি। তিনি একজন বিএনপির নেতা, সরকারকে বিব্রত করতে তিনি এই অপচেষ্টা চালাচ্ছেন।

শ্রমিক নেতাকে হামলা করা হয়েছে এমন প্রশ্নে তিনি  বলেন, পিস্তল দিয়ে কোনো আঘাত করা হয়নি। ধর্মঘট প্রত্যাহার নিয়ে উভয় পক্ষের মধ্যে একটু হাতাহাতি হয়েছে। যা শুনেছেন তা অপপ্রচার।

সদর থানা অফিসার ইনর্চাজ (ওসি) এসএম তারিকুল ইসলাম জানান, বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দুইটি অভিযোগ থানায় দাখিল করা হয়েছে। স্থানীয়ভাবে মীমাংসা হবে বলে অভিযোগ দুটি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি।