
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে অটোরিকশার চাপায় সুমাইয়া আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় বাউফলের নুরাইনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ভরিপাশা গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।
বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস জানান, সুমাইয়া স্কুলে যাওয়ার সময় একটি অটোরিকশা এসে তার উপর দিয়ে চলে যায়। পরে আহত সুমাইয়াকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার জের ধরে নুরাইনপুর বাজার এলাকার রাস্তার পাশের সব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করার উদ্যোগ নিয়েছেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা।