বিশেষ প্রতিবেদকঃ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত ৪৯ জন কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তা (এও) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।
সোমবার (৪ মে) অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম-উচ্চমান সহকারী, ট্রেজারি হিসাব রক্ষক, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটরকে সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতিপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১২,৫০০-৩০,২৩০ টাকা বেতন পাবেন। পদোন্নতি দিয়ে তাদের আগের কর্মস্থলেই পদায়ন করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তদের তালিকা জনপ্রশাসনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।