পদ্মার চরে দুস্থদের মধ্যে বিজিবির ত্রাণ বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ রাজশাহীর পদ্মা নদীর চরে বসবাসরত দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তালাইমারী বিওপির (বর্ডার আউট পোস্ট) অধীনে থাকা চর এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ হয়।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বেসামরিক প্রতিষ্ঠান ফকির এন্টারপ্রাইজ থেকে পাওয়া ২৫০ ব্যাগ ত্রাণসামগ্রী হতদরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিজিবি-১ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

এসময় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদসহ অন্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩, ২৪ ও ২৫ এপ্রিল বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে পাওয়া দুই হাজার ৪০ ব্যাগ ত্রাণসামগ্রী সীমান্তবর্তী চারটি উপজেলায় দু্স্থ ও হতদরিদ্রদের মধ্যে বিতরণ করে বিজিবি।