পদ্মাসেতু নিয়ে নানা কথা বলেছিলেন, তারাই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিভিন্ন কথা বলছেন

সংসদ প্রতিবেদক : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পদ্মাসেতু যাতে না হয় সেজন্য যারা একটা সময় নানা কথা বলেছিলেন, তারাই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিভিন্ন কথা বলছেন।

রোববার বিকেলে দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে পঞ্চানন বিশ্বাসের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে ৪৬ ভাগের অধিক কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। একটি কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্টের ৩৫ থেকে ৪০ বছর আয়ু থাকে। আগামি ৫০ বছরকে সামনে রেখে মাস্টার প্ল্যান তৈরি হয়ে গেছে। আজ যারা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলছেন, তারা একটা সময় পদ্মাসেতু যাতে না হয় সেজন্য নানা কথা বলেছিল। ’

তিনি বলেন, ‘এক সময় তারা বলেছিল পদ্মা সেতুর পিলার যদি পদ্মা নদীতে হয় তাহরে ইলিশের প্রজনন বন্ধ হয়ে যাবে। আজ ইলিশ কমে তো নাইই, বরং বেড়েছে। ওই পক্ষ দেশের উন্নয়নকে ঠেকাতে চায়।’

সকলকে উন্নয়নের পথে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে মধ্যমে আয়ের দেশে একজন মানুষ ১৫০০ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন। সে হিসেবে আমাদের অনেক দূর যেতে হবে। বিদ্যুতের ব্যবহার যেমন বাড়াতে হবে তেমনি উৎপাদনও বাড়াতে হবে। এই কারণেই বিভিন্ন অঞ্চলে স্বল্প মূল্যে বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।’

জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘অর্থলগ্নি করেছে ভারতের এক্সিম ব্যাংক। এই ব্যাংকের সঙ্গে নরওয়ে সরকারের কোনো সম্পর্ক নেই। নরওয়ে সরকারের যে সার্বভৌম তহবিল রয়েছে। সেই তহবিল থেকে অর্থ সহযোগিতা নেবে কি, নেবে না, সেটা যারা কাজ করছে তাদের বিবেচনার বিষয়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি যেখানে নির্মাণ করা হচ্ছে সেটা জনবহুল কোনো এলাকা না। পরিবেশ আইন অনুযায়ী বাফার জোন থেকে ১০ কিলোমিটার দূরে থাকতে হয়। সেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দূরত্ব ১৪ কিলোমিটার।’

নসরুল হামিদ বলেন, ‘সুন্দরবনের হেরিটেজ এলাকা থেকে ৬৯ কিলোমিটার দূরে রামপাল। এটা একটা আল্টাসুপার ক্রিটিক্যাল প্ল্যান্ট হবে। এই প্রযুক্তি যেখানে ব্যবহার হচ্ছে, সেই প্ল্যান্টে কোনো ধোঁয়া দেখা যায় না। এই প্ল্যান্টের এক শতাংশ ছাইও বাইরে যাবে না। জাপান, ইন্দোনেশিয়াতেও এ ধরণের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে। বলা হচ্ছে, এসিড বৃষ্টি হয়ে সুন্দরবন ধ্বংস হয়ে যেতে পারে। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে কয়লা ব্যবহার হচ্ছে। এই বড়পুকুরিয়ায় অনেক পুরনো প্রযুক্তিতে বিদ্যুৎ প্রকল্পটি চলছে। আজ পর্যন্ত সেখানে এসিড বৃষ্টি হয়েছে- এ রকম তো শুনিনি।’

গ্রিনপিস নামের একটি সংগঠনের উদ্দৃতি দিয়ে তিনি বলেন, ‘তারা বলছে ৬ হাজার শিশু বিকলাঙ্গ হয়ে যাবে। তাহলে মহেশখালী তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তাতে চট্টগ্রামের লাখ লাখ শিশু মারা যাবে, কক্সবাজার ধ্বংস হয়ে যাবে। অনেকে অনেক কথা বলছেন কিন্তু আমরা বৈজ্ঞানিক তথ্য ছাড়া কোনো কথা বলা ঠিক মনে করি না। সুন্দরবনের একটি প্রজাপতিরও পরিবর্তন হচ্ছে কি না, আমরা পর্যবেক্ষণ করছি।’ অতএব ঢালাওভাবে কথা না বলে তথ্য নির্ভর কথা বলার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।