পবায় এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার

রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর পবা উপজেলায় অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে নাজমুল ইসলাম বাবু (৩৫) নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকেলে পবা উপজেলার রহমান কোল্ডস্টোরেজ মোড় থেকে একটি অটোরিকশা ও ফেনসিডিলসহ বাবুকে গ্রেপ্তার করা হয়। বাবু রাজশাহীর চারঘাট উপজেলার পাসুন্দিয়া গ্রামের মৃত ইনসার আলীর ছেলে।

পবা থানার এসআই উজ্জ্বল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলিশের একটি বিশেষ টিম রহমান কোল্ডস্টোরেজ মোড়ে অবস্থান নেয়। এ সময় নওগাঁ থেকে আসা একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। অটোরিকশার ব্যাটারি বক্সে অভিনব কায়দায় লুকানো ২১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অটোরিকশায় থাকা অপর এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এসআই উজ্জ্বল জানান, বাবুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামি বাবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।