নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পবিত্র আশুরায় তাজিয়া মিছিলে কোনো ধরনের নাশকতা করার সুযোগ নেই।
বৃহস্পতিবার হোসেনি দালান এলাকার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন ‘হোসেনি দালান থেকে এবার যে তাজিয়া মিছিল বের করা হবে সেখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গত বছর যে বোমা হামলার ঘটনা ঘটেছে এবার তার সুযোগ নেই।’
তবে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে জনগণকেও সজাগ থাকতে হবে বলে জানান তিনি।