জবি প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) খুলবে রোববার। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত ২৭ আগস্ট ছুটি শুরু হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত দাপ্তরিকভাবে ছুটি থাকলেও ৮ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি শুরু হবে।