পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়া অঞ্চলের হেড অব প্রকিউরমেন্ট ফিলিপ গোয়া।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনামন্ত্রীর নিজ দপ্তরে তিনি সাক্ষাৎ করেন।

মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎকালে তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং অন্যান্য প্রকল্প নিয়ে আলোচনা করেন।

এর আগে গতকাল (রোববার) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের প্রতিনিধি দল।

ওই বৈঠকে বিআরটি প্রকল্প নির্মাণে ২৫০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দেয় বিশ্বব্যাংক। মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত হবে বিআরটির প্রথম ধাপ।

এ সময় আইএমইডি সচিব ফরিদ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।