
নিজস্ব প্রতিবেদক, রংপুর : বিরামপুরে পরিবারের সঙ্গে অভিমান করে এক আদিবাসী তরুণী আত্মহনন করেছে।
বৃহস্পতিবার বিরামপুরের পল্লীতে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাগরী উরাও (১৮)। সে বিরামপুর গ্রামের খোকন উরাওয়ের মেয়ে।
বিরামপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোখলেসুর রহমান জানান, সাগরী বিষপান করলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (দিমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায়, চাহিদা অনুযায়ী অর্থ না পাওয়ায় অভিমান করে সাগরী বিষপান করে।সে বিরামপুর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।