পরিবেশ খাত ও অনুদানে বরাদ্দ কমছে ট্রাম্পের বাজেটে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেটে পরিবেশ খাত ও বৈদেশিক অনুদানে বরাদ্দ ব্যাপকভাবে কমানোর কথা বলা হয়েছে।

অভ্যন্তরীণ সেবা খাতে বাজেট বরাদ্দ কমাতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে বরাদ্দ বাড়ানো হচ্ছে সামরিক খাতে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ও অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের জন্যও মোটা অঙ্কের বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

রয়টার্স অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই কেন্দ্রীয় বাজেটে অনেক খাতই ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) ও পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া ইউএসএআইডির তহবিল প্রায় এক-তৃতীয়াংশ কমিয়ে আনার প্রস্তাব রাখা হয়েছে। প্রায় ১৯টি স্বাধীন সংস্থার তহবিলও কমানোর প্রস্তাব করা হয়েছে।

তবে ট্রাম্পের প্রস্তাবিত এই বাজেটের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে রিপাবলিকান আইনপ্রণেতাদের একাংশ।

ট্রাম্পের প্রস্তাবিত বাজেট ২০১৮ অর্থবছরে কার্যকর হবে, যা শুরু হবে চলতি বছরের ১ অক্টোবর থেকে। তবে এর আগে কংগ্রেসে তা পাস হতে হবে। তা ছাড়া বাজেট আলোচনায় বিরোধীদের তীব্র রোষানলে পড়তে হবে ট্রাম্প ও তার প্রশাসনকে।