
বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে হওয়া মাদক মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত হয়ে যায় গত মঙ্গলবার (২ মার্চ)। এ স্থগিতাদেশ বাতিল চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার (৩ মার্চ) করা এ আপিলের শুনানি হবে আগামী রোববার (৬ মার্চ)। সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান শুক্রবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করছেন।
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানার মাদক আইনের মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেনো বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ।
পরীমনির এক আবেদেনের শুনানি করে হাইকোর্ট রুলসহ এ স্থগিতাদেশ দেন। এ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করল রাষ্ট্রপক্ষ।