
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ছয় যুবককে গ্রেফতার করেছে র্যাব। শনিবার বিকেলে উপজেলার মাহমুদপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার আজমতপুর গ্রামের সত্য চন্দ্র মোহন্তের ছেলে ২০ বছর বয়সী মহন কুমার মোহন্ত, একই গ্রামের সাদেকুল ইসলামের ছেলে ২৭ বছরের তুহিন সরদার, ইছাপুর গ্রামের শরিফ উদ্দিন সরদারের ছেলে ৩৩ বছরের আমিনুর ইসলাম, আফজাল মণ্ডলের ছেলে ২৮ বছরের ফারুক হোসেন, লুৎফর রহমানের ছেলে মেহেদী হাসান ওরফে রাজু ও সম্ভুপুর গ্রামের কিশোরী উরাওয়ের ছেলে মন্টু রাম।
এদিন রাত ১০ টায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে শনিবার বিকেলে মাহমুদ বাজারে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। সেই সঙ্গে ছয়টি মনিটর, ছয়টি সিপিইউ, চারটি কি-বোর্ড, চারটি মাউস, ৯টি হার্ডডিস্ক ও ১৮টি কেবল উদ্ধার করা হয়েছে। পরে আটকদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।