পর্যটকবাহী লঞ্চে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাগেরহাট প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া বন অফিসের সামনে পর্যটকবাহী লঞ্চে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার রাতে চাঁদপাই রেঞ্জের এসিএফ মেহেদীজ্জামানকে প্রধান করে পূর্ব সুন্দরবন বিভাগের পক্ষ থেকে ৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং হাড়বাড়িয়া ক্যাম্পের প্রধান কর্মকর্তা কামরুল হাসান।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া বন অফিসের সামনে নোঙর করে রাখা পর্যটকবাহী ‘এমভি পেলিকেন-১’ নামে লঞ্চটিতে আগুন লাগে। রাত  সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কোনো হতাহতে ঘটনা ঘটেনি। সুন্দরবন বিভাগ লঞ্চটিতে থাকা ২৬ পর্যটকসহ ৩৯ জনকে উদ্ধার করে মোংলায় পৌঁছে দিয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, ঢাকার উইনস্টার ট্যুরিজম কোম্পানির মালিকানাধীন ট্যুরিস্ট লঞ্চ এমভি পেলিকেন-১ শুক্রবার সকালে ২৬ জন পর্যটক নিয়ে খুলনা থেকে মোংলায় আসে।  সন্ধ্যায় লঞ্চটি পশুর নদীর হাড়বাড়িয়ায় টহল ফাঁড়ির সামনে নোঙর করে রাখা হয়। সন্ধ্যায় লঞ্চটিতে আগুন ধরে যায়।