গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসচাপায় আব্দুল হান্নান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় চারজন আহত হন।
আব্দুল হান্নান উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের খবির উদ্দিনের ছেলে।
পলাশবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজির আহম্মেদ জানান, রাতে কোমরপুর এলাকায় ইসলামি জলসা শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন চার যুবক। পথে জুনদহ এলাকায় বাসচাপায় ভ্যানযাত্রী আব্দুল হান্নান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় চারজন আহত হন। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।