গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে বাস খাদে পড়ে দুজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
সোমবার ভোরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ডাকঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি বাস ডাকঘর এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী (২০) নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো এক যুবকের (২৫) মৃত্যু হয়। এ সময় কমপক্ষে ১৫ যাত্রী আহত হন । তাদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।