পশুপাখি দেখে সময় কাটাচ্ছেন সাকিব

খেলা ডেস্কঃ শত বিতর্কের মধ্যেও সাকিব আল হাসান নিজেকে চাঙা রাখার শিল্পটা জানেন। কানাডায় দেশের ইস্যুতে এক প্রবাসীর সঙ্গে তর্কের জেরে নতুন করে খবরের শিরোনাম হয়েছেন। কিন্তু সেসব পেছনে ফেলে এখন পরিবার নিয়ে দিব্বি সাফারি পার্কে ঘুরে বেড়াচ্ছেন।

বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও ছন্দ খুঁজে পাননি। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে অবশ্য কিছুটা ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। এই টুর্নামেন্ট খেলতে এখন কানাডায় অবস্থান করছেন সাকিব। সেখানে একটু অবসর মিলতেই পরিবার নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

আজ নিজের ইনস্টাগ্রামে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির তাদের সাফারি পার্কে ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে সাকিব তার মেয়েকে কোলে নিয়ে গাড়িতে করে বিভিন্ন পশুপাখি দেখছেন। ক্যাপশনে শিশির লিখেছেন, ‘ফ্যামিলি টাইম’।

প্রসঙ্গত, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দারুণ ছন্দে রয়েছে সাকিবের দল বাংলা টাইগার্স মিসিসাগা। ৪ ম্যাচে তিন জয় নিয়ে আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। তাই তো সাকিবের মনও একটু বেশিই উৎফুল্ল।