আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় উইসকনসিন রাজ্যের ভোট পুনর্গণনার জন্য অনুরোধ করা হয়েছে সেখানকার নির্বাচন কমিশনকে।
একই সঙ্গে মিশিগান ও পেনসিলভানিয়া রাজ্যের ভোট পুনর্গণনার জন্যও আবেদন জানানো হয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন লিখিতভাবে ওই অনুরোধ জানিয়েছেন।
নির্বাচনে এই তিন প্রদেশেই জয়ী হয়েছেন ট্রাম্প। তবে উইসকনসিন প্রদেশে হিলারি ক্লিনটন জয়ী হলেও ট্রাম্পকে হারানো সম্ভব হবে না। কারণ সেখানে মাত্র ১০টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।
তবে মিশিগানে ১৬টি ও পেনসিলভানিয়ায় ২০টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এই তিনটিতেই যদি হিলারি ক্লিনটন জয়ী হন, সে ক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি প্রেসিডেন্ট হিসেবে জয়ী হতে পারেন।
উইসকনসিনের নির্বাচন কমিশন শুক্রবার এক টুইট বার্তায় জানিয়েছে, তারা ভোট পুনর্গণনার আবেদন গ্রহণ করেছে।
এদিকে স্টেইন এক টুইট বার্তায় জানিয়েছেন, আগামী সপ্তাহেই ভোট পুনর্গণনা শুরু হবে এবং শুক্রবার শেষ দিন। পেনসিলভানিয়া ও মিশিগানে ভোট পুনর্গণনার আবেদন গ্রহণ করা হলে যথাক্রমে সোমবার ও বুধবারের মধ্যে পুনর্গণনার কাজ শেষ করতে হবে বলে তিনি জানান।