ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ তারকাদের মধ্যে এনদ্রিকের নামটাই ইদানিং সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। কৈশোরের পাট চুকানোর আগেই ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়ে গেছে, নাম লিখিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদে। এবার বয়সের ঘর ১৮ ছুঁতেই বিয়েটাও সেরে ফেলেছেন তিনি।
বয়সে ৫ বছরের বড় প্রেমিকা গ্যাব্রিয়েলি মিরান্দার সঙ্গে স্পেনে গাঁটছড়া বাঁধলেন ব্রাজিল ফুটবলের এই নবীন তারকা।
বিয়ের খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন এনদ্রিক-মিরান্দা জুটি। পোস্ট করেছেন বিয়ের বেশ কিছু ছবি। যেখানে দুজনকেই বিয়ের আংটি পরা অবস্থায় দেখা যায়। আর মুখে চওড়া হাসি তো ছিলই।
জানা যায়, এনদ্রিক ও মিরান্দার প্রথম সাক্ষাৎ হয়েছিল বছরখানেক আগে। সেখান থেকে বন্ধুত্ব এবং পরে তা প্রেমে রূপ নিতে বেশি সময় প্রয়োজন হয়নি। সেই থেকে চুটিয়ে প্রেম করছিলেন তারা। সেই প্রেম অবশেষে পরিণতি পেল।