পাকিস্তানি বাহিনীর গুলিতে পাঁচ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তানের মধ্যকার নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তানি বাহিনীর গুলিতে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)।

তবে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, দুই সেনা নিহত এবং চারজন হয়েছেন।

পাকিস্তানের আইএসপিআরের বরাত দিয়ে ডন অনলাইনে বলা হয়েছে, শনিবার নিয়ন্ত্রণরেখায় পাট্টা পানি সেক্টরে বিনা উসকানিতে সীমান্ত লঙ্ঘন করলে এর জাবাব দেয় পাকিস্তান। এ সময় ভারতীয় সেনারা নিহত হন।

আইএসপিআর আরো জানায়, পাকিস্তানি বাহিনীর হামলায় ভারতের একটি বাঙ্কার ধ্বংস হয়েছে। এ ছাড়া ভারতের হামলার চমর জবাব দিয়েছে পাকিস্তান।

দুই দেশের আন্তঃসীমান্তে হামলা-পাল্টা হামলার দ্বিতীয় ঘটনা এটি। বৃহস্পতিবার ভারতীয় বাহিনীর হামলায় দুজন নিহত ও ছয়জন আহত হন।