খেলা ডেস্কঃ বিশ্বকাপের চলতি আসরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান। দলের বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়ক বাবর আজমকে নিয়ে ঘরে-বাইরে কঠোর অনেক সমালোচনা হচ্ছে।
সেই সমালোচনার মধ্যেই পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি এই ঘোষণা দেন।
নেতৃত্ব ছাড়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেন বাবর আজম। নেতৃত্ব ছাড়লেও তিন সংস্করণে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান।
২০১৯ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান বাবর আজম। ২০২১ সালে তাকে করা হয় পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক। তার অধীনে ২০ টেস্টে অংশ নিয়ে ১০টিতে জয় পায় পাকিস্তান। ৪৩ ওয়ানডে নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে ২৬ ম্যাচে জয় উপহার দেন বাবর। আর টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ ৭১ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪২ ম্যাচে জয় উপহার দেন বাবর।
পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, বাবর আজমের অবর্তমানে আসন্ন অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে পারেন শান মাসুদ, টি-টোয়েন্টির দায়িত্ব পেতে পারেন শাহিন শাহ আফ্রিদি।