আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের উচ্চতর শিক্ষাবিষয়ক মন্ত্রী আবদুল্লাহ জান অপহৃত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বুধবার সকালে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে তিনি অপহৃত হয়েছেন। সকালে অফিসে যাওয়ার পথে অজ্ঞাত বন্দুকধারীরা তাকে তুলে নিয়ে যায়।
প্রাদেশিক পরিষদের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি এ ঘটনা অবহিত হওয়ার পর পুলিশের মহাপরিদর্শককে মন্ত্রী আবদুল্লাহ জানকে শিগগিরই উদ্ধার করার নির্দেশ দিয়েছেন।
ডন অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী আবদুল্লাহ জানকে উদ্ধারে কোয়েটার বিভিন্ন প্রান্তে অভিযান শুরু করেছে পুলিশ।
আবদুল্লাহ জানকে এমন সময় অপহরণ করা হলো, যখন পাকিস্তানে চলছে ষষ্ঠ আদমশুমারি কাজ। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা অসংখ্য কর্মকর্তা এই শুমারিতে অংশ নিয়েছেন।
এদিকে, আবদুল্লাহ জানকে অপহরণের দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। কী উদ্দেশ্য তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে, তাও পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, আদমশুমারিবিষয়ক কোনো কারণ থাকতে পারে।
পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন এ ধরনের অপহরণ করে থাকে।