পাকিস্তানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশের ৪৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে পাকিস্তানে।

দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরিন হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, অনুষ্ঠানে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ জাহিদ মাহমুদ প্রধান অতিথি ছিলেন।

বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মির্জা এজাজুর রহমান স্বাগত বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠন করা হয়।

সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তুলতে মজবুত ভিত্তি রচনার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মির্জা এজাজুর রহমান।

তিনি বলেন, প্রতিষ্ঠার ৪৫ বছর পর বাংলাদেশ সশস্ত্র বাহিনী এখন আন্তর্জাতিক মহলে প্রশংসিত একটি নাম। বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সর্বোচ্চ সংখ্যক সেনা প্রদানকারী দেশ।

সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সাফল্য অর্জনে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব ও দিকনির্দেশনার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানান মির্জা এজাজুর রহমান।

অনুষ্ঠানে হাইকমিশনার তারিক আহসান স্বাধীনতাযুদ্ধে শহিদ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশপ্রেম, পেশাদারিত্ব ও নৈতিক মূল্যবোধের চেতনায় অনুপ্রাণিত সশস্ত্র বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ এবং আর্তমানবতার সেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, বেসামরিক প্রশাসনকে সহায়তাসহ বিভিন্ন জনহিতকর কর্মসূচিতে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কেক কাটা হয়। প্রধান অতিথি, বাংলাদেশের হাইকমিশনারসহ সার্ক দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা, কূটনৈতিক কোরের ডিন ও বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা কেক কাটায় অংশ নেন।

ইসলামাবাদে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, প্রতিরক্ষা উপদেষ্টা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।