আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে একটি মাজারে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫০ জন। বৃহস্পতিবার বিকেলে সিন্ধু প্রদেশের জামশরো জেলার লাল শাহবাজ কালান্দারের মাজারে এ হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় তালুকা হাসপাতালের মেডিকেল সুপারিন্টেডেন্ট মইনউদ্দিন সিদ্দিকি জানিয়েছেন, হাসপাতালে কমপক্ষে ৩০টি মৃতদেহ আনা হয়েছে। আহত অবস্থায় আরো শতাধিক লোককে নিয়ে আসা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিকেলে মাজারে যখন সুফিদের সঙ্গীত উৎসব চলছিল তখনই বোমার বিস্ফোরণ ঘটে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জামশরো জেলার পুলিশ কর্মকর্তা তারিক উইলায়েত জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মঘাতী হামলা। মাজারের যেখানে মহিলাদের বসার স্থান ছিল সেখানেই বোমাটির বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।