
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৫ সেনা নিহত হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) দেশটির খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় এ ঘটনা ঘটে।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানায়, কুররাম জেলায় আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর সন্ত্রাসীরা আফগানিস্তানের অভ্যন্তর থেকে হামলা চালিয়েছে।
কাবুলের পতনের পর আফগান তালেবানের আনুগত্য স্বীকার করা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তান তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।
ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন জানায়, নিহত সৈনিকরা হলেন ল্যান্স নায়েক আজব নুর, সিপাই জিয়াউল্লাহ খান, সিপাই নাহিদ ইকবাল, সিপাই সামিরুল্লাহ খান এবং সিপাই সাজিদ আলী (২৭)।
বিবৃতিতে আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলার কঠোর নিন্দা জানানো হয়েছে। ভবিষ্যতে আফগান সরকার পাকিস্তানের বিরুদ্ধে এমন কর্মকাণ্ড সহ্য করবে না উল্লেখ করে এতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী দেশের সীমান্ত রক্ষায় বদ্ধপরিকর। তবে আফগান সরকার তাদের ভূখণ্ড থেকে গুলি চালানোর কথা অস্বীকার করেছে।