ক্রীড়া ডেস্ক : দ্বিতীয়বারের মত পাকিস্তানে ক্রিকেট দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বড় আশা নিয়ে ক্যারিবীয় ক্রিকেট দলকে পাকিস্তানে যেতে প্রস্তাব করেছিল।
কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পাকিস্তানের প্রস্তাব প্রত্যাখান করেছে। তবে এটা সত্য আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পাকিস্তানে যেতে আগ্রহ দেখিয়েছিল। তারা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েসনের (ফিকা) কাছে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি জানতে প্রতিবেদন চেয়েছিল। পরবর্তীতে ফিকার প্রতিবেদন পাওয়ার পর পাকিস্তানে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দলকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা প্রতিবেদনে বলেছে,‘পাকিস্তান এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাষ্ট্র। অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা দিলেও নিশ্চয়তা প্রদান করতে পারবে না।’ এদিকে ওয়েস্ট ইন্ডিজকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি পিসিবি পরিকল্পনা করছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর ফাইনাল ম্যাচটি ৫ মার্চ লাহোরে আয়োজন করতে। কিন্তু বছরের শুরুতেই ফিকা আন্তর্জাতিক ক্রিকেটারদের পাকিস্তানে যেতে সতর্ক করেছে।
আগামী ১৯ ও ২০ মার্চ ফ্লোরিডায় দুটি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা করছে দুই দল। তৃতীয় দল হিসেবে দ্বিতীয়বারের মত পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানাল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা পাকিস্তানে যেতে অপারগতা প্রকাশ করে।