
আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় বিরোধী মিলিশিয়া যোদ্ধাদের সঙ্গে তালেবানের সংঘর্ষ হয়েছে। সেখানকার বেশ কয়েকটি এলাকা নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে তালেবান।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তালেবানের এক নেতার পোস্টের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
Fighting has been raging in Panjshir Valley since last night. So far, more than a dozen posts have been taken by the government. In the photo, taken this morning, a checkpoint on the top of the mountain appears to have caught fire. pic.twitter.com/yqvC9DYhoX
— Muhammad Jalal (@MJalal700) September 2, 2021
মুহাম্মদ জালাল নামের ওই তালেবান নেতা টুইটে জানান, বুধবার রাত থেকে পাঞ্জশিরে সংঘর্ষ শুরু হয়। কয়েক ডজনের বেশি তল্লাশিচৌকি তাঁরা দখলে নিয়েছেন।
ওই টুইটে পাঞ্জশিরের একটি ছবি সংযুক্ত করা হয়। সেখানে পাহাড়ের ওপর একটি তল্লাশিচৌকিতে আগুন জ্বলতে দেখা যায়।
আফগানিস্তানের শেষ প্রান্তের প্রদেশ পাঞ্জশির। কাবুলের উত্তরে হিন্দুকুশ পর্বতমালায় এর অবস্থান। গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুল দখলের মধ্য দিয়ে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে। তবে এখনো নিয়ন্ত্রণে বাইরে রয়েছে পাঞ্জশির।