পানিতে ডুবে ৩ জন শিশুর মৃত্যু

গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে আপন ৩ বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৬ অক্টোবর) সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ওই গ্রামের মিরাজ শেখের দুই মেয়ে মেহেরজান (৫) ও মারিয়া (৩) এবং একই ইউনিয়নের তপাকান্দি গ্রামের নূর আলমের মেয়ে ঝর্ণা (৩)। এরা মামাতো-ফুফাতো বোন।
স্থানীয়রা জানান, নূর আলমের মেয়ে ঝর্ণা তার মামা মিরাজ শেখের বাড়িতে বেড়াতে আসে। রোববার সকালে তিন বোন বাড়ির উঠানে খেলার সময় সবার অজান্তে পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে পুকুর থেকে তাদের ভাসমান নিথর দেহ উদ্ধার করে জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।
কমপ্লেক্সটির আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রদীপ বিশ্বাস বলেন, তিন ওই তিন শিশুটিকে তাদের স্বজনরা হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।