” পানিবন্দি খিলক্ষেতবাসীর দুর্বিষহ জীবন “

এসএম নাহিদ : জলাধার ভরাট ও পানি প্রবাহের পথ বন্ধ হয়ে পড়ায় খিলক্ষেতের প্রধান সড়ক সহ আশপাশের এলাকার হাজার হাজার মানুষ এখনো পানিবন্দি হয়ে আছে । পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা  ও ব্যবসা প্রতিষ্ঠানে।গত একমাস  যাবত এ এলাকার মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ অবস্থাতে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায় – পুলিশ আবাসন এলাকার নামাপাড়া বড়ুয়া খালে পানি নামার পথ ভরাট করে ফেলায় বৃষ্টির পানি নামছে না।এছাড়া তিনশ’ ফিট সড়কের পাশের খাল ও মেট্রোরেল প্রজেক্টের নিম্নাঞ্চলে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে।এর ফলে নোংরা পানি ভেঙেই চলাচল করতে হচ্ছে খিলক্ষেত বাজার ও পার্শ্ববর্তী আমতলা, বটতলা, মধ্যপাড়াসহ গোটা এলাকার বাসিন্দাদা
খিলক্ষেত এলাকার পানি নামার মূল তিনটা জলাধার ছিল। সেগুলোর মধ্যে রয়েছে- নামাপাড়া বরুয়া পুলিশ প্রজেক্টের পাশের খাল, তিনশ’ ফিট এলাকার পার্শ্ববর্তী খাল ও নিম্নাঞ্চল এবং খিলক্ষেত রেললাইনের পাশের ডোবা ও নিম্নাঞ্চল। গত এক মাসে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে কোনো ব্যবসা নেই। এতে করে অনেক প্রতিষ্ঠানেরই বিরাট ব্যবসায়িক ক্ষতি হয়েছে। প্রায় এক-দেড় হাজার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে পানির কারণে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে। দীর্ঘ  একমাস যাবৎ রাস্তার নোংরা পানির কারণে মশার উৎপাতও বৃদ্ধি পেয়েছে।এ অবস্থা চলতে থাকলে চর্মরোগ সহ মশার কামড়ে চিকন গুনিয়া এবং নানা অসুখ মহামারি আকার ধারণ করতে পারে।এই জলাবদ্ধতার কারণে বিভিন্ন পানিবাহিত রোগেও ভুগছেন এলাকাবাসী।
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে ইতিমধ্যে রাস্তা সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়নে ২৫ কোটি টাকার একটি টেন্ডার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর ডা. জিন্নাত আলী।
তিনি বলেন- মেট্রোরেল সহ খিলক্ষেত এলাকার আশপাশের বিভিন্ন আবাসিক প্রজেক্টের কারণে জলাধার ভরাট ও পানিপ্রবাহে সমস্যা দেখা দিয়েছে। তবে ইতিমধ্যে রেল ক্রসিং থেকে শুরু করে বড়ুয়া খাল পর্যন্ত ড্রেন ও রাস্তা করার একটি ২৫ কোটি টাকার প্রকল্পের টেন্ডার আহ্বান করা হয়েছে। এই ড্রেনের মাধ্যমেই পানি বরুয়া খাল দিয়ে বোয়ালিয়া হয়ে বালুনদীতে গিয়ে পড়বে। কাজ হলে জলাবদ্ধতার কোনো সমস্যা থাকবে না। আগামী ২ মাসের ভিতর তড়িৎ পদক্ষেপ হিসেবে রাস্তা মেরামত সহ পানি প্রবাহ ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।